মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
শিল্প শহর নওয়াপাড়া রেলওয়ে জংশনে হঠাৎ করে লোড আনলোড বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে সংশ্লিষ্ট হাজার হাজার শ্রমিক। রেলওয়ে কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শিল্প শহর নওয়াপাড়া এলাকায় পরপর বেশ কয়েকটি মারাত্মক রেল দূর্ঘটনা ঘটায় কর্তৃপক্ষ নওয়াপাড়া রেলওয়ে এলাকায় অবৈধ গেটগুলি সীল করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রেল ওয়াগনে আসা পণ্যগুলি এলাকার প্রভাবশালী ব্যবসায়ীরা তাদের জায়গা দিয়ে লোড-আনলোড বন্ধ করে দেয়। ফলে বিপাকে পড়েছে রেলওয়ে সংশ্লিষ্ট শ্রমিকরা। এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের লোড-আনলোড ঠিকাদার মোঃ আজিম শেখ ও কিবরিয়া সাংবাদিকদের বলেন, প্রায় চল্লিশ-পঁয়তাল্লিশ দিন পূর্বে রেলওয়ে কর্তৃপক্ষ রেলের অবৈধ ক্রসিং গেটগুলি বন্ধ করে দেয়।
এর কিছুদিন পরে রেলওয়ের মালামাল লোড-আনলোডের সুবিধার্থে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বেশ কিছু সিল করা ক্রসিং গেট খুলে দেয়। তবে, রেলওয়ের মালামাল লোড-আনলোডের জন্য যে দু’টি (শের আলী’র ঘাট , মশিয়ার ঘাট) ঘাট বেশি প্রয়োজন হয় সে দু’টি ঘাট খোলা হয়নি। এ কারণে ঘাট মালিকেরা তাদের ঘাট দিয়ে রেল ওয়াগনের মালামাল পরিবহনে বাধা প্রদান করার কারণে কাজ বন্ধ আছে। এতে করে হাজারো শ্রমিকেরা বেকার হয়ে পড়েছে। ষ্টেশন মাষ্টার মোঃ মহসিন রেজা ও রেলওয়ে কর্মকতা ট্রাফিক ইন্সপেক্টর অংশুমান চক্রবর্র্তী সাংবাদিকদের বলেন, আমরা কাজ বন্ধ হওয়ার বিষয়টি অবগত হয়েছি, তদন্ত পূর্বক উর্দ্ধতন কর্মকর্তাদের জানাব।
CBALO/আপন ইসলাম