রবিবার , ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

বিজয়ের ৬দিন পর ২২ ডিসেম্বর আগৈলঝাড়া হানাদার মুক্ত দিবস

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আজ ২২ ডিসেম্বর বরিশালের আগৈলঝাড়া-গৌরনদী উপজেলা পাক হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সারা দেশ শত্রুমুক্ত হযে বিজয় উল্লাশ করলেও বিজয় দিবসের ৬দিন পর ২২ ডিসেম্বর শত্রুমুক্ত হয়ে বিজয় পতাকা উড়েছিল বরিশালের আগৈলঝাড়া-গৌরনদীতে।

মুক্তিযুদ্ধের সন্মুখ যোদ্ধা আগৈলঝাড়া উপজেলা চেয়ার‌্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত জানান, দীর্ঘ ২৮দিন মুক্তি বাহিনী ও মুজিব বাহিনীর যৌথ আক্রমণের পর বাধ্য হয়ে ২২ডিসেম্বর শতাধিক পাকসেনা মিত্রবাহিনীর কাছে গৌরনদী কলেজ মাঠে আত্মসমর্পণ করেছিল। ফলে বাংলাদেশের সর্বশেষ হানাদারমুক্ত এলাকা হল আগৈলঝাড়া-গৌরনদী। স্বাধীনতা যুদ্ধের ৪৯বছর পেরিয়ে গেলেও এখানে এখনও সরকারী উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কোন স্মৃতিসৌধ নির্মিত না হওয়ায় মুক্তিযোদ্ধা ও প্রজন্মের মধ্যে ক্ষোভ রয়েছে।

তিনি আরও জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা নির্বিচারে হাজার হাজার লোক হত্যা করে এই এলাকায়। ৩শতাধিক মা-বোনের ইজ্জৎ হারাতে হয়েছিল তাদের হাতে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এলাকায় সর্ব প্রথম আব্দুর রব সেরনিয়াবাত উদ্যোগ নিয়ে গঠন করেন স্বেচ্ছাসেবক বাহিনী। পররবর্তিতে তার পরিচালনা করেন এ্যাড. আ. করিম সরদার, মতিয়ার রহমান তালুকদার, নুর মোহম্মাদ গোমস্তা। বরিশালে দক্ষিনাঞ্চলীয় মুজিব বাহির প্রধান ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহ, গৌরনদী এলাকায় যুদ্ধের নেতৃত্ব প্রদান করেছিলেন রকিব সেরনিয়াবাত। তার সহযোগী ছিলেন ফজলুর রহমান হাওলাদার ও মেজর শাহ আলম তালুকদার।

বরিশালের বিভিন্ন এলাকায় পাকসেনারা মুক্তিযোদ্ধাদের কাছে ১৬ ডিসেম্বরের পূর্বে আত্মসমর্পণ করলেও এ এলাকায় পাকসেনারা দীর্ঘ ২৮দিন যুদ্ধের পরে ২২ডিসেম্বর মিত্র বাহিনীর কাছে ৩জন পাকিস্তানী মেজরসহ সৈনিকেরা আত্মসমর্পণ করে। যে কারণে আজকের এই দিনটি আগৈলঝাড়া-গৌরনদী হানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।