মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
অভয়নগরের লক্ষীপুর গ্রামে মোছাঃ কহিনুর বেগমের(৪৫) জমির লক্ষাধিক টাকার ফলজ ও বনজ গাছ, বিদ্যুৎতের মিটার, রান্না ঘর ভাংচুর করে জোর পূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশি মোস্তফা দপ্তরীরের (৪৬) নেতৃত্বে রায়হান(২৪), শাহীনুর(৪২), রবিউল(৪৫), ইশা(৩৪), জুয়েল সর্দার(৩৮) সহ আরও কয়েকজন সন্ত্রাসীদের বিরুদ্ধে।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮.০০ টার সময় উপজেলার লক্ষীপুর গ্রামে মোছাঃ কহিনুর বেগমের জমির কিয়দাংশ জোর পূর্বক দখল করার জন্য উল্লেখিত সন্ত্রাসীদের নিয়ে বৈমাত্রেয় ভাই মোস্তফা দপ্তরী মূল্যবান গাছ কেটে নেয়, সেখানে থাকা রান্নাঘরসহ পল্লী বিদ্যুৎতের মিটার ভাংচুর করে। এ সময় কহিনুর বেগম বাধা দিতে গেলে সন্ত্রাসীদের হুমকীর মুখে ঘরে ঢুকে আত্মরক্ষা করেন।
CBALO/আপন ইসলাম