রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী যুব উন্নয়ন সংগঠন উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মুক্তিযুদ্ধের স্মৃতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে দক্ষিণ চাঁদশী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী এস এম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এস আলম গ্রুপের জেনারেল ম্যানেজার কাজী সালাহ্ উদ্দীন আহাম্মদ (প্রিন্স)। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, চাঁদশী ইউনিয়ন আিওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মেজবাহ উদ্দিন,
চাঁদশী যুব উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শামীম সরদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন মোঃ সোহাগ সিকদার, মোহাম্মদ মনিরুল ইসলাম লিমন, মোঃ রাসেদ সিকদার, মোঃ রেজাউল শিকদার, মোঃ নয়ন সিকদার প্রমূখ। শেষে ১৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেষ্ট ও ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।
CBALO/আপন ইসলাম