জিয়াউল হক জিয়া, চট্টগ্রাম ব্যুরো প্রধান:
রামুতে জাতীয় শিশু-কিশোর সংগঠন হিমছড়ি খেলাঘর আসর এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় রামু উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে কক্সবাজার জেলা খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম এর অনুমতিক্রমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর জাতীয় পরিষদ এর সাবেক সদস্য স্বপন বড়ুয়ার সভাপতিত্বে ও কক্সবাজার বেতার শিল্পী আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রামুর বিশিষ্ট সংস্কৃতিক কর্মী উৎপল বড়ুয়া, শিক্ষক ইলক বড়ুয়া, মুহিব্বুল্লাহ চৌধুরী জিল্লু, সাংবাদিক আল মাহমুদ ভুট্টো, প্রাইমারী শিক্ষিকা মর্জিয়া বেগম, শিক্ষিকা বাবলী বড়ুয়া প্রমূখ।
সভার শুরুতে যাদের আত্মত্যাগের বিনিময়ে বিজয়ের পতাকা অর্জিত হয়েছে মুক্তিযুদ্ধের সকল শহীদদেরকে প্রতি বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং সদ্য প্রয়াত দক্ষিণ চট্টলার বরেণ্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, লেখক গবেষক, সাহিত্যিক, প্রফেসর মোস্তাক আহাম্মদ কে স্মরণ করে ১মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া পরবর্তীতে হিমছড়ি খেলঘর আসর এর পরবর্তী কার্যক্রম কে সকলে একাগ্রচিত্তে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
CBALO/আপন ইসলাম