মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে ব্যাগের ভেতর এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া পৌরসভার সরখোলা এলাকায় একটি বিলের পাশের খেজুর বাগানের ঝোপের ভেতরে বাজার করা একটি ব্যাগের মধ্যে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, নবজাতকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী অভয়নগর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে।
নবজাতকের হাতে ক্যানোলা লাগানো ছিল। তার চিকিৎসা চলছিল বলে ধারণা স্থানীয়দের। অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, সংবাদ পেয়ে আমরা ব্যাগ থেকে মৃত নবজাতকটির লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তবে শিশুটির কোনো পরিচয় এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
CBALO/আপন ইসলাম