চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
পাবনার চাটমোহরে মহান বিজয় দিবস উপলক্ষে ১৭ই ডিসেম্বর বৃহস্পতিবার মমিন আর্ট গ্যালারী ও গ্রন্থাগারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের আর্ট গ্যালারী ও লাইব্রেরীর সভাপতি মোঃ আব্দুল মমিন। আলোচনা সভা ও দোয়া মাহফিল উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলী উপদেষ্টা আ,স,ম আব্দুর রহিম পাকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা এ.এ.মাসুম বিল্লাহ। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে,এম বেলাল হোসেন স্বপন, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও স্বাধীন খবর ডটকম পত্রিকার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক শেখ সালাহ উদ্দিন ফিরোজ, এলডিও নির্বাহী পরিচালক নুরে আলম মন্জু , রাজশাহী পাটকলের বিভাগীয় প্রধান মোঃ জিয়ারুল হক।
এ সময় পৌর অাওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাপ্তাহিক অনাবিল সংবাদ পত্রিকা সম্পাদক প্রভাষক ইকবাল কবির রন্জু, মফস্বল সাংবাদিক ফোরামের চাটমোহর উপজেলা কমিটির কোষাধক্ষ্য এডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন বাবু, স্বাধীন খবর ডটকম পত্রিকার বার্তা সম্পাদক এস,এ মারুফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম