কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার সদর উপজেলায় ভারুয়াখালী ইউনিয়নের যুবলীগ নেতা শাহিন উদ্দীন রানা’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর শহীদের স্মরণে ভারুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পাঞ্জলি মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এক ঝাঁক যুবলীগ কর্মী । বিজয়ী র্যালি করে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পঞ্জলি নিবেদন কালে নেতৃত্বদেন তিনি । তার সাথে শহীদদের স্মৃতিচারণে সহযোগিতায় ছিলেন ভারুয়াখালী যুবলীগের ৭ নং ওয়ার্ড থেকে আমানুল্লাহ,তারেক,এহেসান,পশ্চিম পাড়া থেকে আপেল,ননামিয়া পড়া থেকে আক্তার কামাল, হাজিরপাড়া থেকে জিয়াউল হক শিশু,মিসকাত, বানিয়াপাড়া থেকে শহিদুল ইসলাম,শেখ কামাল, চান্দুর পাড়া থেকে জায়তুন নুর, হারুন,নাছির,মনজুর আলম,জয়নাল, উল্টাখালী ফকিরা কবর থেকে মুফিজ,জলাল, আদর্শ গ্রাম থেকে আব্দু রহমান,নুরুল আজিম,আবছার , সাবেক পাড়া থেকে বাবুল সহ ভারুয়াখালী ইউনিয়ন যুবলীগের এর অসংখ্য নেতৃবৃন্দ যোগদান করেন।
CBALO/আপন ইসলাম