রোকনূজ্জামান(রকু) নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জের চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বুধবার ভোর ৬টা ৪০ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা হয়। দিবসটি উপলক্ষে চৌহালী সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার , ইউএনও মোছা : আফসানা ইয়াসমিন ,নবাগত উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহিদ আল হাসান , উপজেলা আ’লীগের( ভা:) আবু নজির মিয়া , সাবেক সভাপতি আলহাজ্ব হজরত আলী মাস্টার , ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী থানার নবাগত ওসি মো: রফিকুল ইসলাম , ওসি তদন্ত তছলিম উদ্দিন ,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা রবিউল ইসলাম ও সম্পাদক আরিফ সরকার প্রমুখ ৷ এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দিনটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
CBALO/আপন ইসলাম