শুক্রবার , ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যথাযোগ্য মর্যাদায় রাঙামাটিতে বীর শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃআজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। শহীদদের ত্যাগের বিনিমিয়ে রক্তে রঙিন লাল আর সবুজের ঘেরা বাংলাদেশের পতাকা হয় শত্রুমুক্ত। দেশের জন্য আত্মদানকারী বাংলাদেশের ৭ জন বীরশ্রেষ্ঠ, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা বোনদের বাংলাদেশের প্রতিটি মানুষ স্মরন করছে শ্রদ্ধ চিত্তে । সেই ত্যাগী মহিয়ান শ্রেষ্ঠ সন্তাননদের স্মরণে রাঙামাটি পার্বত্য জেলায় মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে শতভাগ মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বজায় রেখে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটি। এসময় রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আবুল হাসেম, সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, তপন জ্যোতি চাকমা, জুঁই চাকমা, বৈশালী চাকমা, চন্দ্রিকা চাকমা, জ্যোষিকা চাকমা, মো. আলী হোসেন, মো. জমির উদ্দিন, সোহেল আহম্মদ, জগৎমিত্র চাকমা, নিহারবিন্দু চাকমাসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রাঙামাটি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি পৌরসভা, মুক্তিযোদ্ধা কল্যান সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ, ৭১ এর সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন,বিটিসিএল, খাদ্য বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কৃষিবিদ ইনষ্টিটিউট, রাঙামাটি সেলুন মালিক সমিতি, অবসর প্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতি, জুয়েলার্স মালিক সমিতি, শ্রমিক কল্যান সমবায় সমিতি লিঃ, দুদক রাঙামাটি, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক, প্রশাসনের জেলা পর্যায়ের কর্মকর্তাগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে শহীদদের প্রতি বিন্রম শ্রদ্ধা জানিয়ে পুষ্প স্তবক অর্পণ করেন।
রাঙামাটি মেডিকেল কলেজ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি সরকারী কলেজ বিশ্ববিদ্যালয়, সিএইচটি পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট, রাঙামাটি নার্সিং ইনষ্টিটিউট, রাঙামাটি কৃষি সম্প্রসারন অধিদপ্তর, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুণর্বাসন কেন্দ্র, রাঙামাটি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, রাঙামাটি শিশু একাডেমী, রাঙামাটি পাবলিক কলেজ, বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতি, জেলা আনসার ও ভিডিপি, রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা, রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিট, জেলা আওয়ামীলীগ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, জেলা মহিলা লীগ, জেলা শ্রমিক লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ, জেলা মৎস্যজীবি লীগ, কৃষক লীগ, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন।

জেলা বার কাউন্সিল, রাঙামাটি জেলার নারী সংগঠন, রাঙামাটি জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, জেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসা, পেশাজীবি সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, বেসরকারী উন্নয়ন সংস্থা(এনজিও), রাঙামাটি জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়া কর্মীদের সংগঠন ও মানবাধিকার সংস্থা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজনিজ সংগঠনের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তকক অর্পণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলা কমিটি, জেলা যুবদল, শ্রমিক দল, জাসাস, মহিলা দল, স্বেচ্ছা সেবক দল, ছাত্র দল ও বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন সকালে শ্রদ্ধা নিবেদন করেছে।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।