পাবনা প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দিঘী গোহাইল বাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক দুলাল উদ্দিন মোল্লার পেঁয়াজের দানা নষ্টের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পাবনা সদর থানায় কৃষক দুলাল উদ্দিন মোল্লা বাদী হয়ে আট জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। মামলা নং ২৫ তারিখ ১১/১২/২০২০। এ বিষয়ে দুলাল উদ্দিন মোল্লা জানান, গোহাইলবাড়ী গ্রামের জানিক মোল্লা (৪৫) সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৯-১২-২০২০ সন্ধ্যা ৭ টার দিকে অজ্ঞাতনামা ৫/৭ জন পশ্চিম চরতারাপুরে দুলাল উদ্দিন মোল্লার ক্ষেতের পেঁয়াজের দানা নষ্ট করে দিয়েছে।
দুলাল উদ্দিন আরো জানান, জানিক মোল্লারা প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ তাদের বিরুদ্ধে কিছু বলতে পারে না। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় আছি আমার পেঁয়াজের দানা যারা নষ্ট করেছে তারা আমাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। এ বিষয়ে উক্ত মামলার তদন্তকারী অফিসার পাবনা সদর থানার এস.আই মোঃ মনোয়ার এর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
CBALO/আপন ইসলাম