বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হরিপুরে ১৩৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ মে, ২০২০

জহরুল ইসলাম (জীবন) হরিপুর /ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপরে ১৩৯ বোতল ফেনসিডিলসহ করিমুল (২২) ও নবাব (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় হরিপুর উপজেলার চাপাসার সীমান্তের ৩৪৭/৩এস পিলার এলাকায় ১০০ গজ বাংলাদেশের অভ‍্যান্তর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত করিমুল হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের নুর ইসলামের ছেলে ও নবাব একই গ্রামের আশরাফ আলীর ছেলে।

বিজিবির দিনাজপুর ৪২ ব‍্যাটালিয়নের চাপাসার বিওপির কমান্ডার নায়েব সুবেদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হরিপুর উপজেলার চাপাসার বিওপির ৩৪৭/৩এস নং পিলার এলাকায় অভিযান চালিয়ে ১৩৯ বোতল ফেনসিডিলসহ করিমুল (২৩) ও নবাব (১৯) নামে দুই ব‍্যক্তিকে আটক করা হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হরিপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।