মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে (১৪ ডিসেম্বর) সোমবার সন্ধ্যায়, উপজেলা চত্বরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে প্রদীপ জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবী প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হর, এবং এর মধ্য দিয়ে বুদ্ধিজীবী দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবস টি পালন করা হয়েছে।
এ সময় বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, উপজেলা সহকারী ভূমি সাদিয়া ইসলাম সীমা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, গোপালপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ডি জিএম মো.মুজিবুল হক সহ আরো উপস্থিত ছিলেন উপজেলার অন্যান্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
CBALO/আপন ইসলাম