মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
ভৈরব নদের অভনগরের নগর দিয়াপাড়া ঘাটে জন চলাচলের রাস্তা আটকে বিধিবহির্ভূতভাবে বালু উত্তোলন চলছে। অনুসন্ধানে দেখা গেছে, নওয়াপাড়ার এক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে নগর দিয়াপাড়া ঘাট থেকে ঘাট পারাপারের রাস্তা আটকে ড্রেজিং করে বালু উত্তোলন করে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করছেন। এভাবে ঘাট এলাকায় জন চলাচলের পথ আটকে রাখায় সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকার মাহমুদ বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে যেভাবে বালু উত্তোলন চলছে তাতে নদী ভাঙ্গনের শিকার হয়ে অনেক পরিবারকে এলাকা ছাড়তে হবে, এটা নিয়ে আমরা অনেক প্রতিবাদ করেছি, কাজ হয়নি।
একই এলাকার নিমাই চন্দ্র বলেন, বালু উত্তোলন প্রতিষ্ঠানের মালিক নওয়াপাড়া এলাকার প্রভাবশালী হওয়ায় আমরা হয়রানির ভয়ে মুখ খুলতে পারছিনা। এ সময় তারা নদীর তীরবর্তি মানুষের বাসস্হান রক্ষা ও ঘাটে যাতায়াতে রাস্তাটি যাতায়াতের জন্য বালু উত্তলনের কাজে ব্যবহারিত লোহার বড় পাইব অপসারণ করে বালু তোলা বন্ধের জোরাল দাবী জানান। এবিষয়ে বি আই ডব্লউ টি এর নওয়াপাড়া নদীবন্দরের সহকারী পরিচালক মোঃ শাহআলমের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি কোনও উত্তর না দিয়ে ফোন কেটে দেন।
CBALO/আপন ইসলাম