সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।সোমবার (১৪ ই ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ.করিম, মধুপুর থানার ওসি তারিক কামাল সহ অন্যান্য কর্মকর্তাগণ।
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা বলেন, “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ মুহুর্তে যখন পাকিস্তানীদের পরাজয় নিশ্চিত সেই মুহূর্তে বাংলাদেশকে মেধাশূন্য করতেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় লাভের পূর্ব মুহূর্তে ১৪ ই ডিসেম্বর রাজাকার-আলবদরদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদেরকে (গবেষক, সাংবাদিক, বিজ্ঞানী, চিত্র শিল্পী, কণ্ঠ শিল্পী, শিক্ষক, , রাজনৈতিক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, চলচ্চিত্র ও নাটকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, সমাজসেবী ও সংস্কৃতিসেবীসহ) অনেক লোককে র্নিমমভাবে হত্যা করেছিল।”
এছাড়াও এদিন সকালে মধুপুরে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। একইসাথে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়াও করা হয়েছে।
CBALO/আপন ইসলাম