মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর (সোমবার) সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ সহিদুল ইসলামের উপস্থাপনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ।
বক্তারা বলেন, জাতিকে পঙ্গু করার উদ্দেশ্যেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতার ঠিক পূর্ব মহুর্তে পাকিস্তানী সামরিক জান্তা যখন বুঝতে পেরেছিলো বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে যাচ্ছে, তখন জাতিকে পঙ্গু করার হীন উদ্দেশ্যে সেদিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাই যতদিন বাংলাদেশ থাকবে ইতিহাসের পাতায় এই দিনটি কালোদিন বা কালো অধ্যায় হিসেবে পালন করা হবে। প্রধান অতিথি বলেন , মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি মাথা চাড়া দেওয়া শুরু করেছে। আমাদের আবারো ঐক্যবদ্ধভাবে এই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশের সংস্কৃতি বিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটি হচ্ছে আজ শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রত্যয়।
CBALO/আপন ইসলাম