শুক্রবার , ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইয়াংস্টার ফুটবল একাদশ ঘোনারপাড়া চ্যাম্পিয়ন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

জিয়াউল হক জিয়া, চট্টগ্রাম ব্যুরো প্রধান:

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের আন্তঃ ভারুয়াখালী শেখ রাসেল স্মৃতি ফুটবল সংসদ এর উদ্যোগে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলায় ৩-২ ইয়ং স্টার ফুটবল একাদশ ঘোনাপাড়া চ্যাম্পিয়ন হয়েছে। ইয়ংস্টার ফুটবল একাদশ পশ্চিম ঘোনাপাড়া সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন রুবেল স্মৃতি সংসদ ঘোনাপাড়া। ইয়ং স্টার ফুটবল একাদশ এর ঠিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন শহিদুল ইসলাম তার সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন মনজুর আলম ও অাবু সুফিয়ান। রুবেল স্মৃতি সংসদ টিম ম্যানেজােরের দায়িত্বে ছিলেন মরহুম রুবেলের শ্রদ্ধেয় পিতা জাফর আলম এবং তার সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন তারেক ও জহির উদ্দিন তথ্যসেবা। ১৩ ডিসেম্বার বিকাল ৩:০০ টায় আনু মিয়া বাজারের উত্তর পাশে ফুটবল খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজকের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামু কক্সবাজার এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ভারুয়াখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, উদীয়মান তরুন নেতা, যুব সমাজের অহংকার, বিশিষ্ট সমাজসেবক অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর আমির হোসেন। আজকের খেলায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ভারুয়াখালী একমাত্র ক্রীড়াপ্রেমী, ভারুয়াখালীর উদীয়মান খেলোয়ারদের উৎসাহ প্রদানকারী,শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজক কমিটি কে সার্বিক সহযোগি তরুণ প্রজন্মের ক্রীড়াবিদ সৈয়দ নুর হেলালী। সভাপতিত্ব করেন শেখ রাসেল স্মৃতি ফুটবল একাদশ এর সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের ভারুয়াখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক , বিশিষ্ট রাজনীতিবিদ মইনউদ্দিন। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল হক। উৎসবমুখর পরিবেশে আনন্দময় খেলা উপহার দেন দুইদলের শক্তিশালী খেলোয়ারা।

 

৬০মিনিটের খেলায় মাঠের একদিকে অংশগ্রহণ করে ইয়াং স্টর ফুটবল একাদশ ঘোনাপাড়া’ তাদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন রুবেল রুবেল স্মৃতি সংসদ। খেলার শুরুটায় টানটান উত্তেজনায় ছিল,খেলা দেখতে হাজার হাজার খেলা প্রেমি দর্শক উপস্থিত হয়। খেলার মাঠ যেমনটা উৎসবমুখর পরিবেশে চতুর্দিকে দর্শক আর দর্শক। উক্ত ফাইনাল খেলায় উভয় পক্ষ জমজমাট লড়াই চলে। খেলার শেষ পর্যন্ত উভয় পক্ষ ২-২ গোলে ড্র করে। খেলা শেষে প্লান্টিক এর মাধ্যমে এক গোলে এগিয়ে যায় ইয়ংস্টার ফুটবল একাদশ ঘোনারপাড়া। খেলা শেষ প্রধান অতিথি ও বিশেষ অতিথি সম্মাননা চ্যাম্পিয়ন দল ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার হাতে তুলে দেন।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।