শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনা রোগীর চিকিৎসায় ৩ হাজার নতুন পদ সৃষ্টি

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ মে, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদফতরের রাজস্ব খাতে ৩ হাজার নতুন পদ অস্থায়ীভাবে (বছর বছর সংরক্ষণের ভিত্তিতে) সৃজনের সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বুধবার (২০ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ থেকে জারিকৃত একপত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে পদ সৃজনের সম্মতির কথা জানানো হয়। নতুন পদগুলোর মধ্যে রয়েছে- মেডিকেল টেকনোলজিস্ট ১ হাজার ২০০টি, মেডিকেল টেকনিশিয়ান (অ্যানেস্থেসিয়া টেকনিশিয়ান, ডায়ালাইসিস টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ল্যাব সহকারী ইত্যাদি) ১ হাজার ৬৫০টি, কার্ডিওগ্রাফার ১৫০টি। উল্লিখিত পদগুলো সৃজনে অর্থ বিভাগ কয়েকটি শর্ত দিয়েছে।

শর্তগুলো হলো- পদ সৃজনে স্বাস্থ্যমন্ত্রীর অনুমতি নেয়া, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ নেয়া, অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের কাছ থেকে বেতনকাঠামো যাচাই করা, পদ সৃজনের তথ্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ, হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পদ বিভাজনের পূর্ণাঙ্গ তথ্য ও তিন পদের বিপরীতে বিদ্যমান শূন্যপদের তথ্য অর্থ বিভাগকে জানানো এবং নিয়োগ বিধি না থাকলে তা প্রণয়ন করা ইত্যাদি। নতুন পদ সৃষ্টি ও পদায়ন প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব মো. সেলিম মোল্লা জাগো নিউজকে বলেন, করোনা মোকাবিলায় সরকার ২ হাজার চিকিৎসক, ৬ হাজার নার্স নিয়োগ দিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১ জন চিকিৎসকের বিপরীতে ৫ জন মেডিকেল টেকনোলজিস্ট থাকার নিয়ম রয়েছে। সে অনুযায়ী বর্তমান বাস্তবতায় ১০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট পদ সৃষ্টি হওয়ার কথা। অথচ হয়েছে মাত্র ১ হাজার ২০০, যা চাহিদার তুলনায় অপ্রতুল। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্টদের জন্য আরও পদ সৃষ্টি করার দাবি জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।