রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাণীশংকৈলে নেকমরদ হাটে মেলার নামে অতিরিক্ত টোল আদায়, গরু ব্যবসায়ীদের অভিযোগ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
মাহাবুব আলম রাণীশংকৈল,( ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সব চেয়ে বড় পরশু নেকমরদ হাটে মেলার নামে চলছে অতিরিক্ত টোল আদায়। এদিন হাটে আসা গরু ব্যবসায়ীদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে ।১৩ ডিসেম্বর রবিবার  সরেজমিনে গিয়ে এসব তথ্য পাওয়া যায়।
হাটে গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল নেওয়ার সরকারি নিয়ম থাকলেও হাট ইজারাদার তা মেনে নিজ ক্ষমতার দাপটে গরু প্রতি ৩৬০ টাকা ও ছাগল প্রতি ১৫০ টাকা টোল আদায় করছে । হাটে যোশর ও বগুড়া থেকে আসা দুুজন গরু ব্যবসায়ী সোহেল ও  আঃ মজিদ অভিযোগ করে বলেন, সরকারি নিয়ম ভঙ্গকরে হাট কমিটির লোকজন এভাবে আমাদের কাছ থেকে বেশি টাকা নেওয়ায় আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি।
আজকে আমারা দুু’জনে ১৩ টি গরু ক্রয় করেছি সরকারি নিয়ম অনুযায়ী প্রতি গরুর লেখায় ২৩০ টাকা কিন্তু আমাদের কাছে নিয়েছে ৩৬০ টা এতে ১৩০ টাকা করে ১৬৯০ টাকা বেশি নেওয়ায় আমারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি । এভাবে ক্ষতি মেনে নেয়া যায়না, তাই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।  গরুর লেখায় বাবদ বেশি টাকা  গরুর রশিদ লেখক সুন্দর পুর  গ্রামের সুরেন চন্দ্র রায়কে বেশি টোল আদায়ে ব্যাপারে জানতে চাওয়া হলে, তিনি বলেন, নেকমরদ ওরশ মেলা কমিটির সভাপতি ও সম্পাদকের নির্দেশে ৩৬০ টাকা করে নিচ্ছি।
হাটে আস অনেকেই বলেন, কোনভাবেই সরকারি নিয়ম পালন করছেন না হাট ইজারাদারসহ সংশ্লিষ্টরা।
অতিরিক্ত টোল আদায়ের ব্যপারে নেকমরদ ইউপি চেয়ারম্যান ও মেলা কমিটির সভাপতি এনামুল হকের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন আমরা সরকারি খাস আদায় করছি প্রত্যেক হাটে ইউএনও অফিসে ২ লক্ষ ২০ হাজার টাকা জমা দিচ্ছি । এবার তো করোনা ভাইরাসের কারনে মেলা হচ্ছে না,
তাহলে সংশ্লিষ্ট ইজারাদার ছাড়া আপনারা টোল আদায় করছেন কেন? এমন প্রশ্নে তিনি বলেন আমি জেলা প্রশাসক স্যারের কাছে মৌখিক অনুমতি নিয়েছি যেহেতু এবার মেলা হবে না তাই ৫ টি হাট আমরা খাস আদায় করবো ,তাছাড়া পূর্বের ন্যায় হাট ইজারাদারকে ৩ লক্ষ টাকা আমরা দিয়ে থাকি । তিনি আরো বলেন আমরা গতবারের মতো ১৩ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে ৫ টি হাট সিডিউল করে টাকা গুলো সংশ্লিষ্ট তফসিল অফিসে জমা করি , সবকিছু বাদ দিয়ে আমাদের ২ লক্ষ টাকা লাভ টিকতে পারে ।
এ দিকে সংশ্লিষ্ট এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, মেলার নামে এখানে এসব চলছে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে হাটে আসা বিভিন্ন ক্রেতা ও বিক্রেতারা। খবর নিয়ে জানা গেছে এবছর করোনা ভাইরাসের কারণে প্রশাসন কর্তৃক মেলার কোন অনুমিত দেয়া হবেনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান আমি সদ্য যোগদান করেছি বিষয়টি সম্পর্কে অবগত নই, তবে সরকারি নিয়ম বহির্ভূত পশুর হাটে অতিরিক্ত টোল আদায় করে থাকলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যানি।
এ বিষয়ে জেলা প্রশাসক ডাঃ কে এম কামরুজ্জামান সেলিমের সঙ্গে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন এ ব্যপারে আমরা অবগত নই কিন্তু হাটে অতিরিক্ত টোল আদায় করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।