মুহাইমিনুল (হৃদয়) টাঙ্গাইল:
টাঙ্গাইলে ভূঞাপুরে নির্ধারিত মূল্যের অধিক দামে সার বিক্রয়, মেয়াদোত্তীর্ণ সারের লেভেল বদলিয়ে প্রতারণা ও অনুমোদনহীন কীটনাশক বিক্রয়ের অভিযোগে আব্দুর রশিদ খান নামে এক বিসিআইসি সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও মাস্ক ছাড়া বাইরে বের হওয়ায় দুই ব্যক্তিকে ১০০ টাকা জরিমানা করা হয়। বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয় জনসাধারণের মাঝে। আজ রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দাসী বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম হোসাইন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাসেল আল মামুন।
সহকারি কমিশনার আসলাম হোসাইন জানান,নির্ধারিত মূল্যের অধিক দামে সার বিক্রয়, মেয়াদোত্তীর্ণ সারের লেভেল বদলিয়ে প্রতারণা ও অনুমোদনহীন কীটনাশক বিক্রয়ের অভিযোগে এক ডিলারকে ১০ হাজার টাকা ও মাস্ক ছাড়া বাইরে বের হওয়ায় দুই ব্যক্তি ১০০ টাকা জরিমানা করা হয়েছে। জনসচেতনতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
CBALO/আপন ইসলাম