সাইফুল ইসলাম, মধুপুর (,টাঙ্গাইল) প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মধুপুর উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১২ ই ডিসেম্বর) মধুপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্নান” এই স্লোগানকে কন্ঠে ধারণ করে টাঙ্গাইলের মধুপুরের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিরোধ সমাবেশে বক্তব্য রাখেন- মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এ. করিম, এএসপি সার্কেল মধুপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরান হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল, মধুপুর শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু প্রমুখ।
CBALO/আপন ইসলাম