আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় একাধিক মাদক মামলার আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের নুরু হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী সুমন হাওলাদারকে শুক্রবার রাতে নিজ এলাকা থেকে এসআই আলী হোসেন গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ২পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামদক মামলা রয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় এসআই আলী হোসেন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুমনকে শনিবার বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।
CBALO/আপন ইসলাম