সাইফুল ইসলাম সাকিব:
জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’’ এই ব্যানারে সারা দেশের ন্যায় ভোলার তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে উপজেলা ব্যাপি মৌণ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে উপজেলা পরিষদ চত্তর থেকে মৌণ মিছিল সদর রোড, সদর বাজার, প্রধান সড়দ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সামনে শেষ হয়।পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সামনে উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এই বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলার সমাজসেবা অফিসার মাসুম বিল্লাহ অন্যান্যদের মধ্যে জাতির পিতার নির্মানাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ জানিয়ে আরও বক্তব্য রাখেন তজুমদ্দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকা সহ উপজেলা বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই সময়ে উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম