সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালের মাটি খুঁড়ে পাওয়া ২৫০ কেজি ওজনের সেই বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ই ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জ রসুলপুরে বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জের ফ্লাইট লে. আজমের নেতৃত্বে ৯ জনের বোমা নিষ্ক্রিয় দলটি ওই বোমা নিষ্ক্রিয় করেছেন। এতে ক্যাম্পাসে গভীর গর্ত করে পুঁতে রাখা বোমা নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দ হয়।
রসুলপুর ফায়ারিং ক্যাম্প কমান্ডার মো. আলম এবং মধুপুর বনাঞ্চলের সহকারী বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার এই বিষয়টি নিশ্চিত করেছেন ।
মধুপুর ফায়ার সার্ভিস কর্মীরা জানান, “বোমা নিষ্ক্রিয় করার সময় আমাদেরএকটি দল সেখানে উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম