কামরুজ্জামান কানু,জামালপুর:
জামালপুরের বকশীগঞ্জে পুলিশের পরিচয় দিয়ে রফিকুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিককে অপহরণ ও মুক্তিপণ দাবি করার ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০ টার দিকে নিলক্ষিয়া ইউনিয়নের দিকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিলক্ষিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে নির্মাণ শ্রমিক রফিকুল ইসলাম রাত সাড়ে ১০ টার দিকে নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদর চর গ্রামের তার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।
পথিমধ্যে জানকিপুর দিকপাড়া গ্রামে এসে পৌঁছালে তিন যুবক নিজেদের বকশীগঞ্জ থানা পুলিশের পরিচয় দিয়ে রফিকুল ইসলামকে ইয়াবা ব্যবসায়ী আখ্যায়িত করে অপহরণ করে গুমের চর এলাকায় নিয়ে যান। সেখানে ওই যুবকরা রফিকুল ইসলামকে দিয়ে বাড়িতে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। তা না হলে তাকে মেরে ফেলা হবে এমন হুমকি দেওয়া হয়।
উপয়ান্তর পেয়ে রফিকুল ইসলাম পাশেই দশানী নদীতে ঝাপ দেন এবং কৌশলে সাঁতার কেটে পালিয়ে যান। রাত ১টার দিকে রফিকুল ইসলাম বকশীগঞ্জ থানা পুলিশের দ্বারস্থ হলে বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ভুয়া পুলিশ সদস্য ওই তিন যুবককে গ্রেফতার করেন।
গ্রেফতাররা হলো বকশীগঞ্জ পৌর এলাকার আল আমিন (২৬), নিলক্ষিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মেহেদী হাসান (২০) ও মিধাপাড়া গ্রামের খোরশেদ আলম (২০)।
এদিকে অপহরণ ও মুক্তিপণ চাওয়ার ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে গত ১০-ডিসেম্বর দুপুরে অপহরণ মামলা দায়ের করেন।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
CBALO/আপন ইসলাম