ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে করোনায় কর্মহীন প্রতিবন্ধীদের আয়বর্ধক কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ করেছে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। বৃহস্পতিবার দুপুরে শহরের ফকির বাড়ি এলাকায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী প্রতিবন্ধীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
এ প্রকল্পের আওতায় পর্যায় ক্রমে স্থানীয় ১০০জন প্রতিবন্ধী ও তাদের পরিবারকে রিকশা, ভ্যান, গরু-ছাগল বিতরণ ও মালামালসহ দোকান ঘরও তুলে দেওয়া হবে। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার ও শহর সমাজসেবা কর্মকর্তা মো. জসীম উদ্দীন। অনুষ্ঠানে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন: ১) বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১০ডিসেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে ৭২তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২) । বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে প্রেস কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মো: আবুয়াল হাসান।
CBALO/আপন ইসলাম