ঝালকাঠি প্রতিনিধি:
“মুজিব শতবর্ষ হোক মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের অঙ্গীকার। কোভিড-১৯ কে জয় করুন মানবাধিকার রায় প্রস্তুত থাকুন” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১০ডিসেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে ৭২তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে র্যালি ও মানববন্ধনে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা মানবাধিকার কমিশনের সভাপতি এ্যাডভোকেট লিয়াকত আলী খান!
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আবু সাইদ খান, ঝালকাঠি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, মানবাধিকার কর্মী ও সমাজসেবক এসআরএম মানিক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, সুজনের ঝালকাঠি জেলা সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ, কমিউনিষ্ট পার্টির জেলা সেক্রেটারী প্রশান্ত দাস হরি, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির ঝালকাঠি জেলা প্রতিনিধি মোঃ আতাউর রহমান, মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক অমরেশ রায় চৌধুরী, ঝালকাঠি জেলা মানবাধিকার কমিশনের আন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ ।
CBALO/আপন ইসলাম