মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখন ফুটপাতে পুরাতন গরম কাপড়ের দোকানে খদ্দের ভীড় বেড়েছে। গত দিন চারেকের বৈরী আবহাওয়ায় গরম কাপড়ের কেনা বেচা জমেছে। আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা অবধি বিকেল ৫টা নাগাদ সুর্য্যরে দেখা মেলেনি। ভররাত পেরিয়ে সারাদিনই কুয়াশা ছিল। তবে রাতে কুয়াশার মাত্রা আরো বেশি ছিল। উল্লাপাড়া পৌর শহরের ওভার ব্রীজ এলাকায় ফুটপাতে ৩০ থেকে ৩৫ জন পুরাতন গরম কাপড়ের দোকান বসেছে। সরেজমিনে দেখা গেছে প্রতিটি দোকানে সাধারণ খদ্দেরেরা ভীড় জমিয়ে তাদের পছন্দসই গরম কাপড় কিনছে। এছাড়া শহরে বিভিন্ন মার্কেটের দোকানেও শীতের পোষাক সামগ্রী বেশ জমিয়ে কেনা বেচা হচ্ছে।
CBALO/আপন ইসলাম