দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
স্বাধীনতা বিরোধী, ধর্ম ব্যবসায়ী, উগ্র সাম্প্রদায়িক অপশক্তি কর্তৃক বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ কার্যালয় হতে হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রুহিয়া চৌরাস্তা বটমূলে গিয়ে শেষ হয়। মিছিলে রুহিয়া থানার ১নং রুহিয়া,রাজাগাঁও ,আখানগর,ঢোলারহাট,রুহিয়া পশ্চিম,সেনুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল সহযোগী,অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। পার্থ সারথী সেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.মোস্তাক আলম টুলু,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার,রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,সহ সভাপতি মকবুল হেসেন, ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু ,সাধারণ সম্পাদক দুলাল রব্বানী প্রমুখ।
বক্তারা পৃথিবীর বিভিন্ন ইসলামী রাষ্ট্রে জাতির পিতার ভাস্কর্য থাকার কথা তুলে ধরে বলেন বাংলাদেশের জাতির পিতা হিসেবে সারাদেশের মোড়ে মোড়ে ভাস্কর্য থাকবে এটাই নিয়ম।যারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছেন তারা ৭১ সালে স্বাধীনতার বিপক্ষে ছিল। কাজেই ভাস্কর্য ভাংচুরের সঙ্গে জড়িত ও উস্কানিদাতাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। পরে রুহিয়া চৌরাস্তায় ছাত্রলীগের উদ্যোগে মাওলানা মামুনুল হক ও বাবুনগরী গং এর কুশপুত্তলিকা দাহ করা হয়।
CBALO/আপন ইসলাম