মুহাইমিনুল (হৃদয়) টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলের পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদের দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। আজ দুপুরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী বাসষ্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পোড়াবাড়ি ফাজিল মাদরাসার সভাপতি থাকা অবস্থায় পৌর মেয়র শহীদুজ্জামান খান মাদ্রাসার তহবিল থেকে অর্থ আত্মসাত ও বিভিন্ন অনিয়ম ও দুনীতি করেছেন। তার মাদ্রাসার সভাপতি পদ থেকে তার পদত্যাগ দাবী করেন।
এ সময় বিক্ষুদ্ধ এলাকাবাসী এক ঘন্টা টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধের কারনে সড়কে দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে উপজেলা চেয়াারম্যান শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আলম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশ এসে জনতাকে অবরোধ তুলে নেয়ার অনুরোধ করলে তারা অবরোধ তুলে নেয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।
CBALO/আপন ইসলাম