রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কলা বাগানেরর সাথে এ কেমন শত্রুতা !

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

কে,এম আল আমিন :

পুর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্য দিবালোকে এক কৃষকের কলাবাগান কেটে সাবাড় করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে, সোমবার সকাল সাড়ে ১০ টায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার চক সুজাপুর গ্রামে। সরেজমিনে গিয়ে জানা গেছে, নলকা ইউপির চক সুজাপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে মইনুল হক গংদের সাথে একই গ্রামের ভুমিগ্রাসী বক্স মন্ডল গংদের ওয়ারীশিয়ান জমি কেনা নিয়ে মামলা মোকর্দ্দমা চলে আসছিল। চলমান বিবাদের এক পর্যায়ে উল্লেখিত সময়ে মৃত আ: কুদ্দুসের ছেলে আসলাম (৩৫) এর হুকুমে বক্স মন্ডল (৪৮),আল মামুন (২৮),মাহমুদুল (২৫), কাদের (৫২), নুরুল (৩২) সহ অজ্ঞাত নামা ৫০-৬০ জন লাঠিসোটা,রামদা,হাসিয়া,সাবল,দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জোর পুর্বক কলাবাগানে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির কলা সহ বাগানের কলাগাছ কেটে সাবাড় করে চলে যায়।

 

বাগান মালিক সাংবাদিকদের জানান, বিবাদী আসলাম গংদের সাথে ওয়ারীশিয়ান জমি নিয়ে মামলা চলে আসলেও সুজাপুর মৌজার জে,এল নং ১৮৭,আরএস খতিয়ান ৪৩০,আরএস ২৬২,২৬৫,৫৮৯ দাগের মোট ৪২ শতক জমিতে কোন মামলা, মোকর্দ্দমা না থাকলেও ভুমিগ্রাসী, লাঠিয়াল বাহিনী আসলাম গংয়েরাসহ ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দ্বারা বেআইনী ভাবে আমার স্বপ্নের ফসল বাগান কেটে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি করেছে । চরম ক্ষতির সম্মুখীন বাগান মালিক মইনুল হক সহ পরিবারের অন্যান্যরা আরও জানান, শুধু কলাবাগানের ক্ষতি করেই তারা খ্যান্ত হয়নি বরং সন্ত্রাসী বাহিনীরা আমাদের নিষ্কন্টক জমিতে অস্ত্রের ভয় দেখিয়ে জোর পুর্বক দোচালা টিনের ঘর উঠিয়ে চলে যায়। বাগান কেটে সাবাড় করায় নি:স্ব হয়ে পড়া মইনুল আরও জানান, ঐ সকল সন্ত্রাসীদের বাধা দিতে গেলে আমাকে সহ পরিবারের অন্যান্যদের অকথ্য ভাষায় গালিগালাজ আর হত্যার হুমকী দিলে প্রাণের ভয়ে চলে আসি।

 

এ বিষয়ে সোমবার দুপুরে সলঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে। যার মামলা নং ১২। পুলিশ গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়- ক্ষতির সত্য সত্যতা পেয়েছেন বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে আইন-শৃংখলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী মহল।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।