শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে আমন সংগ্রহ শতভাগ না হওয়ার আশঙ্কা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

এস.কে হিমেল,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মোঃ শাহেদুর রহমান কে অন্যস্থানে বদলি করে নতুন কর্মকর্তা চায় সদর উপজেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির নেতকর্মীরা। এবিষয়ে নীলফামারী সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মোঃ শাহেদুর রহমান জানতে চাইলে তিনি বলেন আমি সরকারের একজন কর্মচারী, সরকারি নির্দেশনা অনুযায়ী মানসম্মত/বৈধভাবে চাল সংগ্রহ করব কখনও অবৈধ ভাবে নয়।

 

বিগত বোরো মৌসুমে মিল মালিকেরা ট্রাকে চালের ভিতরে খারাপ ও নষ্ট চালদিয়ে ভর্তি করে নিয়ে আসে সরকারের ক্ষতি করতে এবং আমাকেও চেষ্টাকরে অবৈধ পথে চলতে কিন্তু তাতে আমি রাজি না হওয়ায় চেকিং করে অনেক চালভর্তি ট্রাক ফিরিয়ে দেই। আমার উধ্বতন কর্মকতা নির্দেশ অনুযায়ী কিছু হাসকিং মিলের লিস্ট দিয়েছেন মাঠ পর্যায়ে গিয়ে দেখে চাল সংগ্রহ করতে কিন্তু আমি সরেজমিনে গিয়ে পাই মিলের স্থানে স্কুলঘর, লিচুবাগান পরিত্যক্ত তালাবদ্ধ ঘর। পরে মিলমালিকরা চেষ্টা করেন আমাকে টাকা দিয়ে ম্যানেজ করতে আমি রাজি না হয়ে পরিত্যক্ত তালাবদ্ধ মিলারদের চাল সংগ্রহ বন্ধ করি ও এসব হাসকিং মিল মালিকদের বলেদেই যে আপনারা সবকিছু ঠিক করেন আমি চাল নিবো এছাড়া আমার পক্ষে সম্ভব না।

 

তাইএরা চালদিতে না পারায় ক্ষিপ্ত হয়ে তার আমার নামে অসত্য বানোয়াট কথাবার্তা সাজিয়ে গুছিয়ে চেষ্ট চালাচ্ছে বদলি করতে যাতে তারা নতুন কর্মকর্তা আসলে টাকা ঘুষ দিয়ে চাল দিতে পারেন। আমার জানামতে কৃষকেরা বাইরে বাজারে ধান ও চালের দাম বেশি পাওয়ায় খাদ্যগুদামে দেয় না তাই বিগত বছরে সারাদেশে কোথাও শতভাগ চাল সংগ্রহ করা সম্ভব হয়নি। নীলফামারী সদর উপজেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন- গত বোরো মৌসুমে শতভাগ চাল সরবরাহ করতে পারে নি। একদিকে আমরা ছিলাম চালের বাজারে ক্ষতিরমুখে তারপরও আমরা চাল সরবরাহ করেছি। জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল ভূঁইয়া বলেন- নীলফামারী সদর উপজেলা মিল মালিক সমিতির নেতাকর্মীরা আমার মাধ্যমে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরাবর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মোঃ শাহেদুর রহমান এর বদলি চেয়ে চিঠি দিয়েছে। আমি সেই চিঠি পাছিয়েছি এখানে আমার কোনো কিছু করার এখতিয়ার নেই। যা করবে আমার উর্দ্ধতন কর্মকর্তা করবে।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।