নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত স্ত্রীর শ্বশুড় বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি গ্রামে। জানাযায়, পরকীয়ায় বাধা দেওয়ার কারনে উপজেলার বাতুয়াদী গ্রামের মোঃ কাজল মিয়ার ছেলে সজিব মিয়ার(২৪)কে তার স্ত্রী মর্জিনা (২০) প্রায়ই বাধা দিতেন। স্ত্রীর বাধার জের ধরে প্রায়ই সজিব মিয়া মর্জিনাকে মারপিট করতো। পরকীয়ার ঘটনা পরিবারের লোকজনের কাছে জানালেও তারা বিষয়টিকে গুরুত্বহীন ভাবে নিয়ে কোনরূপ মর্জিনাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে বলেন। পরে বরিবার বিকেলে পূনরায় কথা কাটাকাটি জের ধরে মর্জিনার স্বামী সজিব মিয়া জোরে থাপ্পর মারলে ঘটনাস্থলেই মর্জিনা অজ্ঞান হয়ে পড়ে যায়।
দীর্ঘক্ষন জ্ঞান না ফেরায় মর্জিনাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বরিবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে মর্জিনা মৃত্যুবরন করেন। পরে মর্জিনার স্বামী সজিব লাশ রেখে পালিয়ে যেতে চাইলে হাসপাতালের দায়িত্বরত পুলিশ তাকে আটক করে। মর্জিনা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সওদপুর গ্রামের হাতিম মিয়ার মেয়ে। প্রায় ১১ মাস আগে সজিব মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলো। নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান, ঘটনাস্থল শ্রীপুর থানায় হওয়ায় সেখানেই মামলা দায়ের করা হবে।
CBALO/আপন ইসলাম