চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় দুই কিশোরীর রহস্য জনক আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (৭ডিসেম্বর) উপজেলার খানমরিচ ইউনিয়নের চাঁদপুর গ্রামের ইউসুফ আলীর মেয়ে সীমা খাতুন (১২) নামের ষষ্ঠ শেণির ছাত্রী ঘরের ডাবের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
অপরদিকে উপজেলার দিলপাশার গ্রামে সাথী শীল (১৪) নামের ৮ম শ্রেণির এক ছাত্রী রোববার (৬ডিসেম্বর) ঘরের ডাবের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। দুজনেরই আত্মহত্যার কোন কারণ জানাযায়নি। এলাকাবাসী দুটি আত্মহত্যার পিছনে কোন রহস্য রয়েছে বলে দাবি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দিলপাশার গ্রামের জনৈক ব্যক্তি জানান, সাথী শীল দিলপাশার হাই স্কুলের ছাত্রী। সে পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য আগের দিন স্কুলে গিয়েছিল। সেখানকার কোন ঘটনার কারণেই রাগ ও ক্ষোভে নাকি মেয়েটি আত্মহত্যা করেছে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল হক দুটি মেয়ের আত্মহত্যার কথা স্বীকার করে বলেন লাশ দুটো উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোমবার পাবনা জেলা মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তাদের মৃত্যুর রহস্য খুঁজে দেখছে।এ ব্যাপারে থানায় দুটি পৃথক ইউডি মামলা রেকর্ড হয়েছে।
CBALO/আপন ইসলাম