রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির ২৩তম প্রতিষ্টা বার্ষিকী দিবস উপলক্ষে বুধবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে বিশাল বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে এক আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা যুবদলের সভাপতি মো. আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাবেকলীগের সভাপতি ফারুক বেপারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু প্রমুখ।
CBALO/আপন ইসলাম