মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে নবগ্রাম বাজার বণিক সমিতির পরিচালনা পরিষদ ও ব্যবসায়ীদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকল প্রকার সামাজিক অপরাধ দমন ও মাদক নির্মূল করার লক্ষে মঙ্গলবার বিকালে উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম বাজার মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নবগ্রাম বাজার বণিক সমিতির কার্যকারি পরিষদের সভাপতি ও দৈনিক যুগান্তরের গোপালপুর উপজেলা প্রতিনিধি মো. সেলিম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন।
বণিক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন রিপন, নবগ্রাম দাখিল মাদরাসার সহকারি শিক্ষক রফিকুল ইসলাম বাদশা ও নূরুল ইসলাম বাচ্চু, বর্তমান কমিটির সহ-সভাপতি আঃ মালেক, সাধারণ সম্পাদক ওমর ফারুক লাভলু, সহ সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেন, প্রচার সম্পাদক খলিলুর রহমান ও কোষাধক্ষ সুলতান আকন্দ প্রমূখ। এ সময় বণিক সমিতি পরিচালনা পরিষদের অন্যান্য সদস্য, প্রত্যেক ব্যবসায়ী, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম