মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর পৌরসভাকে ডিজিটাল মডেল শহরে রূপান্তরিত করতে রাতদিন একনিষ্ঠ ভাবে পথচলা উন্নয়নের মহানায়ক,হার না মানা লড়াকু সৈনিক বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত নেতা নগর পিতা আব্দুর রশিদ খাঁন। জনসাধারণের আস্থা ও ভালোবাসার প্রিয় ব্যক্তি।অসহায়ের সহায়। নৌকা প্রতীকে বিগত দিনে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে যতদিন তিনি দায়িত্ব পালন করে চলেছেন বর্তমানেও পৌরবাসির কাছে তিনি একজন নীতিবান ন্যায় বিচারক নেতা। কথায় নয় কাজেই তিনি বাস্তবে ডিজিটাল পৌরসভায় রূপান্তর করেছেন।
তার অক্লান্ত পরিশ্রমে মহেশপুর বাসি আজ পেয়েছেন একটি ডিজিটাল মডেল পৌরসভা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে মহেশপুর পৌরবাসীর প্রাণের দাবি আরো একবার আব্দুর রশিদ খাঁনকে নৌকা প্রতীক দিয়ে তাদের পাশে থেকে আবারও সেবা করার যেন সুযোগ করে দেন।
CBALO/আপন ইসলাম