মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী কর্মসূচি”মাঠ দিবস”পালিত হয়েছে।
মঙ্গলবার (১লা ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় দিকে উলাশির সম্বন্ধকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই মাঠ দিবসটি পালিত হয়।
উলাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আলহ্বাজ আয়নাল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর জেলা শাখার উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা শাখার অতিরুক্ত পরিচালক দ্বিপঙ্কর দাস, এছাড়া উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি অফিসার তরুন কুমার বালা।
উক্ত অনুষ্ঠানে প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন,শার্শা উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল ।এসময় স্থানীয় কৃষক কৃষাণী ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম