মোঃ আমজাদ হোসেন রতন, নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ সাহসী, নি:স্বার্থ সমাজসেবক ও গরীবের বন্ধু, মামুদনগর ইউনিয়নের বনগ্রাম গ্রামের হিকমত সিকদার এর সুযোগ্য সন্তান মেহেদী হাসান লাভলু সিকদার নিজেকে বিলিয়ে দিতে চান সাধারণ মানুষের মাঝে, ক্ষমতা নয় সেবক হিসেবে সকলের দোয়া ও সমর্থন চাইছেন তিনি। ইতিমধ্যে জনাব লাভলু ও তার সমর্থক মামুদনগর ইউনিয়নের প্রত্যেক গ্রামে জনসংযোগ করে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।
মেহেদী হাসান লাভলু সিকদারের স্বপ্ন নাগরপুরের মামুদনগর ইউনিয়ন পরিষদে একজন মানুষ ও যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। জনগণের সমর্থন পেলে তিনি আগামীতে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ইউনিয়ন গড়তে নিরলস ভাবে কাজ করবেন। এলাকার শিক্ষা, সংস্কৃতিক ও খেলাধুলার মান উন্নয়নে ব্যাপক অবদান রাখবেন।
তিনি মনে করেন, সকল ধর্মালম্বীদের নিয়ে সৌহার্দপূর্ন সহাবস্থান নিশ্চিত করা তার জীবনের অন্যতম লক্ষ। একান্ত আলাপচারিতায় প্রতিবেদককে বলেন, মামুদনগর ইউনিয়ন পরিষদের জনগণ তাদের নাগরিক অধিকার থেকে অনেকটাই বঞ্চিত। তিনি নির্বাচিত হওয়ার পর এই মামুদনগর ইউনিয়ন পরিষদ এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রাখবেন। আধুনিক, উন্নত মামুদনগর ইউনিয়ন গড়তে তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চান। তিনি ইতিপূর্বে বিভিন্ন সংগঠনে খেলার সামগ্রী, স্কুল, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মানোন্নয়নে সহযোগিতা করে আসছেন। ভবিষ্যতে সেবার মান ও জনগণের আরও কাছে থেকে সেবা দিতে সকলের দোয়া সমর্থন আবশ্যক, গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
CBALO/আপন ইসলাম