আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-
মানুষ মানুষের জন্য। মানুষের পাশে দাঁড়াতে নিজেই সদিচ্ছাই যথেষ্ট। এ উপলদ্ধিতে উদ্বুদ্ধ হয়ে নিজের ছোট্ট সামর্থ নিয়ে দু:স্থ্য-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাংবাদিক সিরাজুল ইসলাম রতন। তার উদ্যোগে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর ও করোনা ভাইরাস কঙ্কটে অর্ধশত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও শাড়ী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা পৌরশহরের উদয়সাগর গ্রামের নিজ বাড়ী থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। তিনি জানান, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই সমাজের ধনাঢ্য মানুষের নিকট সাহায্য সহযোগিতা নিয়ে এ পর্যন্ত ৫শ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ৫০ টি পরিবারের ঈদ উপহার সামগ্রী ও ১০ শাড়ী কাপড় বিতরণ করা হয়।
এসময় তিনি সমাজের সকল বিত্তবানদের করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান।