শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নতুন ছবিতে স্পষ্ট আনুষ্কার বেবি বাম্প, এখন শুধু সুখের দিনের অপেক্ষা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

অনলাইন ডেস্ক:বলিউডের অন্যতম সুপারহিট নায়িকা তথা ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি আনুষ্কা শর্মা ৷ এই মুহূর্তে জীবনের অন্যতম সুন্দর সময় প্রেগন্যান্সির মধ্য দিয়ে যাচ্ছেন তিনি ৷ এবার আনুষ্কার বেবি বাম্পের আরো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বিরাট-আনুষ্কার ভাবী সন্তানকে নিয়ে চলছে অনেক জল্পনা-কল্পনা।  প্রায় প্রতিদিনই আনুষ্কা শর্মার বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ বেশ কিছু ছবি আনুষ্কা নিজে শেয়ার করেছেন আবার বেশ কিছু ছবি বন্ধুরা শেয়ার করেছেন ৷ এবারও অনুষ্কার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হয়েছে ৷

সন্তানসম্ভাবনা আনুষ্কা তাঁর দলবল নিয়ে একটি ছবি শেয়ার করেছেন ৷ সেই সঙ্গে লিখেছেন ক্যাপশন। ছবিটি দেখে মনে হচ্ছে কোনো এক হাসপাতালের ছবি ৷ সবাই দেখে চমকে যাবেন, আসলে এই ছবি কোনো এক হাসপাতালের শুটিং সেটের ৷ ছবিতে আনুষ্কার সঙ্গে তাঁর দলের বাকি সবাই পিপিই ও মাস্ক পরে ছবিটি তুলেছেন ৷ হালকা গোলাপি রঙের পোশাকে মোহনীয় লাগছে বলিউড এই সুপারহিট নায়িকাকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।