জিয়াউল হক জিয়া,চট্টগ্রাম ব্যুরো:
প্রধান কক্সবাজার সদর উপজেলার পশ্চিম ভারুয়াখালী ক্রীড়া একাদশ উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ইং শুভ উদ্বোধন হয়েছে। ২৯ নভেম্বর রবিবার বিকালে ৩:০০ টায় পশ্চিমপাড়া মাঠে বিশেষ আয়োজনর মাধ্যমে আন্তঃ ভারুয়াখালী ফুটবল টুনামেন্ট শুরু হয়েছে। উক্ত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ভারুয়াখালী ইউনিয়নের ভবিষ্যৎ উদীয়মান নেতা আমির হোসেন । প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভারুয়াখালী ইউনিয়ন এর বিশিষ্ট ক্রীড়াবিদ, অন্যতম খেলা প্রেমি হিসাবে পরিচিত মুখ ছৈয়দ নুর হেলালি। । খেলার প্রধান উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিল ৩ নাম্বার ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত মেম্বার আলী হোসেন।
খেলা সঞ্চালনায় ছিলেন আয়োজক কমিটির সভাপতি মিজানুর রহমান ও কো-অর্ডিনেটর আপেল ভাই। খেলার মাঠে যৌথভাবে ধারাভাষ্যে দায়িত্ব পালন করেন পারভেজ ও মুশফিকুর রহমান। খেলার মাঠে রেফারির দায়িত্ব পালন করেন ঈদগার কৃতি সন্তান কক্সবাজারের গৌরব বাংলাদেশ ফুটবল ফেডারেশন অন্যতম সদস্য মিজানুর রহমান । আন্তঃ ভারুয়াখালী ফুটবল পশ্চিমপাড়া টুনামেন্টে মোট ২০টি দল অংশ গ্রহণ করছে বলে জানায় খেলা পরিচালনা কমিটি।
এতে আজকের উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন পশ্চিম ভারুয়াখালী ফুটবল একাদশ অপরদিকে অংশগ্রহণ করেন রেনেসাঁস স্পোটিং ক্লাব বানিয়াপাড়া। দুই দলের হাড্ডা হাড্ডি লড়াইয়ে প্রথম অধ্যায়ে কোনো দল গোলের দেখা পাইনি। খেলা শেষে অতিথিদের মাঝে সাম্মানি ক্রেস্ট তুলে দেই পরিচালনা কমিটির সদস্যরা। এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ভারুয়াখালীর হাজিরপাড়া দুর্দান্ত খেলোয়াড় ছোটন।
CBALO/আপন ইসলাম