শুক্রবার , ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

 ঝালকাঠিতে মেয়রের স্বাক্ষর জাল করে প্রায় ২০লাখ টাকা উত্তোলনের ঘটনায় ২২ কর্মচারীকে সাময়িক বরখাস্ত 

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
 ঝালকাঠিতে মেয়রের স্বাক্ষর জাল করে প্রায় ২০লাখ টাকা উত্তোলনের ঘটনায় ২২ কর্মচারীকে সাময়িক বরখাস্ত 
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠি পৌরসভার মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারের স্বাক্ষর জাল করে প্রায় ২০লাখ টাকা আত্মসাতের ঘটনায়  ২২ কর্মচারী কে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। বর্তমান মেয়র দায়িত্ব গ্রহনের পর থেকে এই ২২ কর্মচারী  প্রভিডেন্ট ফান্ড (ভবিষ্যত তহবিল) থেকে উক্ত অর্থ হাতিয়ে নেয়ার ঘটনা ফাঁস হওয়ার পর গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তবে যেকোন মূল্যে’ পুনরায় আর কোন ব্যবস্থা গ্রহন বা আইনগত পদক্ষেপ ঠেকাতে উক্ত ২২ কর্মচারী পৌরসভার দুই শীর্ষ কর্মকর্তা স্থানীয় রাজনৈতিক মহলেও দৌড়ঝাপ করছে বলে জানা গেছে।
     পৌরসভার একটি সূত্র জানায়, গত ২২নভেম্বর একজন অফিস সহায়ক মেয়র মো. লিয়াকত আলী তালুকদারের স্বাক্ষর জাল করে রূপালী ব্যাংকের সংশ্লিষ্ট একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে গেলে এ জালিয়াতির ঘটনা ধরা পরে। এরপরই ব্যাংক থেকে হিসাব বিবরণী উঠালে পুরো বিষয়টি ধরা পড়লে মেয়র মো. লিয়াকত আলী তালুকদার বিস্মিত হয়ে যান ও বিষয়টি ঝালকাঠির অভিভাবক আলহাজ্ব আমির হোসেন আমু এমপিকে অবগত করেন। তার নির্দেশে গত ২৬ নভেম্বর মেয়র এক জরুরী সভা করে অভিযুক্তদের বিরুদ্ধে প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপনকে আহবায়ক করে ১১ সদস্যের তদন্ত কমিটি গঠনসহ ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া দেন।
      সূত্রটি আরো জানায়, এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন পাওয়ার পর গত রবিবার “মেয়রের স্বাক্ষর জাল করার ঘটনায় জড়িত ২২কর্মচারীকে সাময়িক ভাবে বরখাস্ত করার চিঠি পৌছে দেয়া হয়েছে এবং পর্যায় ক্রমে পৌরকর্তৃপক্ষ বাদী হয়ে থানায় এফআইআরসহ স্থায়ীভাবে বরখাস্ত করা পদক্ষেপ নেবে। বিষয়টি নিয়ে মেয়র ও ঘনিষ্ট স্বজনরা কঠোর অবস্থান নিয়েছে এবং মেয়াদের শেষ পর্যায়ে এসে নিজেদের রাজনৈতিক ইমেজ ও স্বচ্ছতা বজায় রাখার জন্য কোন প্রকার ছাড় না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
      অপর একটি সূত্র জানায়, ইতিমধ্যে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ২২ কর্মচারীর অধিকাংশই তাদের অন্যায় স্বীকার ও টাকা পুনরায় তহবিলে জমা দিয়ে দেয়ার অনুমতি চাইছে। এমন কি তরা সবাই একজোট হয়ে যে কোন মূল্যে নিজেদের বাঁচাতে রাজনৈতিক প্রভাবশালী মহল, পৌরসভার দুই শীর্ষ কর্মকর্তা এলাকার জনৈক এক ব্যক্তির স্মরনাপন্ন হয়েছে বলে জানাগেছে।
      এ বিষয়ে ঘটনায় অভিযুক্ত ট্রাক হেলপার মিলন হাওলাদার ও মর্তুজ আলি তাদের চেকে মেয়র স্বাক্ষর দিয়েছে বলে দাবী করেছে এবং অফিস সহায়ক চান জানিয়েছে মেয়রের গনিষ্ট পালবাড়ী এলাকার জনৈক আফজাল তার চেকে মেয়রের কাছ থেকে সই করিয়ে দিয়েছে। আর অভিযুক্ত স্যানিটারী ইন্সপেক্টর সালাম সিকদার বলেন, আসলে এসব চেকে সঠিক ভাবেই মেয়রের স্বাক্ষর করে ছিলেন তবে পৌরসভার নথীতে তা উল্লেখ না থাকায় তিনি আমাদের বিরুদ্ধে এই অভিযোগ করছেন।
CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।