চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপে ২৫ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই ২৫ পৌরসভার মধ্যে পাবনার চাটমোহর পৌর সভার মেয়র প্রার্থী হিসেবে এ্যাড.সাখাওয়াত হোসেন সাখোকে চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার (২৮ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী বাচাই করা হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপের পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। এই নির্বাচনগুলো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে গ্রহণ করা হবে।
CBALO/আপন ইসলাম