মোঃ নাজমুল হুদা,লামাঃ
বান্দরবানের লামা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি), সড়ক ও জনপথ বিভাগ,পার্বত্য জেলা পরিষদ, গণপূর্ত বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১৭টি উন্নয়ন কাজের ৪৬ কোটি টাকা ব্যায়ে ভিত্তি প্রস্তর ও উদ্বোধন করলেন উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর (ঊশেসিং) এম.পি। শুক্রবার (২৭নভেম্বর,২০ইং) সকাল ১১টায় মন্ত্রী এসব উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর ও উদ্বোধন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মতবিনিময় সভায় বক্তৃতা দেন। এসময় বান্দরবান জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলামের সভাপতিত্বে লামা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের (এলজিআরডি) সি.সচিব মো: হেলালুদ্দিন আহমেদ, এলজিইডির প্রধান প্রকৌশলী আবদুর রশীদ খান, অতিরিক্ত পুলিশ সুপার এস.এম মোবাশ্বের হোসেন,লামা উপজেলা চেয়ারম্যান মো: মোস্তাফা জামাল, বান্দরবান জেলার সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দীন, জেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল করিম, লামা উপজেলা নির্বাহী অফিসার রেজা রশীদ,উপজেলা আ, লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা।
সভায় আরও যোগ দেন বান্দরবান জেলা পরিষদ সদস্য তিং তিং মার্মা,ফাতেমা পারুল,নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত,লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন, উপজেলা এলজিউডি প্রকৌশলী মোঃ নাজিম উদ্দীন,পিআইও মোঃ মজনুর রহমান,ইউপি চেয়ারম্যান পর্যায়ক্রমে চাচিং প্রু মার্মা,মিন্টু কুমার সেন,জসিম উদ্দীন,জালাল উদ্দীন কোং,উপজেলা আ,লীগের সভাপতিমন্ডীর সদস্য পর্যায়ক্রমে আক্তার কামাল,প্রসন্ন কান্তি ভট্টাচার্য, বিজয় আইচ,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,ফাইতং ইউনিয়ন আ,লীগের সভাপতি হেলাল উদ্দিন বিএসহ স্থানীয় রাজনৈতিক,সুশীল সমাজের প্রতিনিধিরা। #সূত্রে জানা যায়, ৪৬ কোটি বিভিন্ন প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার বিভাগ(এলজিইডি)০৭টি স্কীমের মধ্যে -উপজেলা প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ বাবৎ ৬ কোটি ১৮ লক্ষ ৭৭ হাজার ৫১ টাকা, উপজেলা চেয়ারম্যানের বাসভবন নির্মাণ ১ কোটি ২৬ লক্ষ ১৮ হাজার ৬৫০ টাকা, উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন নির্মাণ ১কোটি ২৬ লক্ষ ১৮ হাজার ৬৫০ টাকা,রাজবাড়ি-লামা রুপসীপাড়া সড়ক পূণবার্সন (চেইনেজ-০০-৩০১০ মি.) ৫ কোটি ৫৪ লক্ষ ৭০ হাজার ৩৩৭ টাকা,লামা মুক্তিযোদ্ধা স্মৃতি যাদুঘর নির্মাণ -৫৯ লক্ষ ২১ হাজার ১৭৯ টাকা,লামারমূখ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ৬৭ লক্ষ ৭২ হাজার ০৩ টাকা,শিলেরতোয়া, সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ৮৭ লক্ষ ৮৬ হাজার ৯১৯ টাকাসহ ব্যায়ে মোট-১৬, ৪০, ৬৪, ৭৮৯.০৫৩ টাকা। এর মধ্যে সমাপ্তকৃত ০২টি প্রকল্প,১,২৬,৯৩,১৮২.০০ টাকা, চলমান ০৫টি প্রকল্প-১৫,১৩,৭১,৬০৭.০৫৩ টাকা।
সড়ক ও জনপথ বিভাগঃ সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নাধিন চিরিংঙ্গা- লামা জেড (১০০৫) সড়কে ৪১ তম থেকে ৪৪ তম (লামা বাজার থেকে কিলোমিটার লাইনঝিরি পর্যন্ত তিন কি:মি:) ১১কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে রাস্তা উন্নয়ন কাজেে ভিত্তি প্রস্তর করলেন পার্বত্যমন্ত্রী। গণপূর্ত বিভাগঃ ১৩ কোটি টাকা ব্যায়ে গণপূর্ত বিভাগ কর্তৃক বাস্তবায়নাধিন লামা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডেঃ ২৭ লাখ টাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে লামা-রুপসীপাড়া-অংহ্লাপাড়া রাস্তা উন্নয়ন, ২৫ লাখা টাকা ব্যায়ে লামা মিশনঘাট জামে মসজিদ উদ্বোধন, ২০ লাখ টাকা ব্যায়ে মাতামুহুরী কলেজ ডাইনিক হল-ওয়াশরুম নির্মান (বৈদ্যুতিক পাখা সরবরাহ) উদ্বোধন ও ৪০ লাখ টাকা ব্যায়ে কলেজের ছাত্রবাস উর্ধ্বমূখী সম্প্রসারণ ও কলেজের অভ্যান্তরীণ রাস্তা উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী ও এলজিআরডি সচিব। আরও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের লামা পৌরসভায় একটি রোলার গাড়ির চাবি হস্তান্তর করা হয়। এ সময় উদ্বোধনী কার্যক্রম শেষে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকার পার্বত্য এলাকার জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ।
এই সরকারের আমলেই পার্বত্য এলাকায় অবকাঠামো, মন্দির ,মসজিদ,গীর্জাসহ সড়কের ব্যাপক উন্নয়ন হচ্ছে । তিনি আরো বলেন, আগামীতেও এই আওয়ামীলীগ সরকারের আমলেই পাবর্ত্য এলকার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং জনসাধারণ সুখে শান্তিতে বসবাস করবে।
CBALO/আপন ইসলাম