বুধবার , ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) সংবাদদাতা:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় রাণীশংকৈল -নেকমরদ মহাসড়কে মীরডাঙ্গী কবরস্থান হাফেজী মাদ্রাসার সামনে উটকলবাহি একটি ট্রাক ও পাগলুর সংঘর্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তি(৩৮) নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শি ও থানা সুত্রে জানা গেছে এদিন সন্ধায় মীরডাঙ্গী থেকে উটকলবাহি একটি ট্রাক নেকমরদ অভিমুখে যাচ্ছিল। অপরদিক থেকে একটি পাগলু আসছিল। পাগলুটি ক্রসিং করতে গিয়ে সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ঐ ব্যক্তির মৃত্যু হয়।

 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ ও গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে । এ ব্যাপারে রাণীশংকৈল থানার এ এস আই খাজিমউদ্দিন জানান, আমরা ঘটনাস্থল থেকে লাশ ও গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে এখন পর্যন্ত দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।তবে আমরা তার খোঁজ-খবর নিচ্ছি।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।