মোঃ সিয়াম হোসেন, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে স্বাস্থ্যকর্মীদের নিয়োগ বিধি দ্রুত সময়ের মধ্যে সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবীতে শেরপুর জেলা হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের ডাকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন এ কর্মসূচী শুরু করে।এসময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জুবাইদুল হক আকন্দ, দাবী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাহবুবুল হক, সদস্য সচিব মনিরুজ্জামান বিপ্লব প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের বেতন বৈষম্য নিরসনের ঘোষনা দেন।
অত:পর ২০১৮ সালের ২ জানুয়ারী তৎকালীন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের ন্যায্যদাবী সমূহ মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
চলতি বছরের ২০ ফেব্রুয়ারীতে আমরা হাম-রুবেলা ক্যাম্পেইনের কার্যক্রম বর্জন করলে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী মহোদয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় আমাদের দাবী সমূহ পুনরায় মেনে নিয়ে লিখিত সমঝোতা পত্রে স্বাক্ষর করেন। কিন্তু দু:খ জনক হলেও সত্যি যে, ওই লিখিত সমঝোতা পত্রের সিদ্ধান্ত অজ্ঞাত কারনে আজও বাস্তবায়ন করা হয়নি।তাই আমরা আমাদের ন্যায্যদাবী আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২৬ নভেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করেছি।
CBALO/আপন ইসলাম