রবিবার , ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৩ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আনোয়ারায় ব্যবসায়ী নুরুল আনোয়ারের উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ টাকা বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ মে, ২০২০

 ফরহাদুল ইসলাম,আনোয়ারা প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে করোনা ভাইরাসের এই করুণ পরিস্থিতিতে চট্টগ্রামের আনোয়ারায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল আনোয়ারের উদ্যোগে ৩০০ কর্মহীন, অসহায় ও খেটে খাওয়া পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে উপজেলার দুধকুমড়া এলাকাসহ বারশত ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও হতদরিদ্রের বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ উপহার সামগ্রী ও নগদ টাকা পৌঁছে দেয়া হয়। ঈদ উপহার হিসেবে এসব ৩০০ পরিবারে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল, ও অন্যান্য সামগ্রী এবং নগদ টাকা বিতরণ করা হয়।

করোনা ভাইরাসের এই দুর্যোগময় মুহূর্তে ব্যবসায়ী নুরুল আনোয়ারের এই খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়েছেন অসহায় ও হতদরিদ্র মানুষেরা। ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল আনোয়ার বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের অবস্থা খুবই করুণ। এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এ ক্রান্তিকালে আমি হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।