শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়া পৌরসভায় ৫ বছরের সাফল্য ও ব্যর্থতা আলোচনায় মেয়র রাসেল

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

ভাঙ্গুড়া প্রতিনিধিঃপাবনার ভাঙ্গুড়ায় পৌরসভার বিগত ৫ বছরের সাফল্য ও ব্যর্থতা অনুষ্ঠান করে আলোচনা রয়েছেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। পৌরসভার ৫ বছরের চলমান উন্নয়ন ও ব্যর্থতার বিভিন্ন দিক তুলে ধরে ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ডে তিনি নিয়মিত তৃর্ণমূল জনগণের সাথে সভা করে যাচ্ছেন। সভায় তিনি ও উপজেলার নেতৃত্ববৃন্দ,সাধারণ নাগরিক যোগ দিয়ে এই পৌরসভার নাগরিক সমস্যা ও সুবিধা তুলে ধরছেন। আর এরই মাধ্যমে নাগরিকদের গণতান্ত্রিক চর্চায় আরও সম্মনত হয়ে স্থানীয় সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানাতে পারছে। এমন ঘটনা এই পৌরসভায় নজিরবিহীন বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের একাধিক ব্যক্তি।

 

জানা গেছে, ১৯৯৯ সালে এই পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে। এরপর প্রথম নির্বাচিত পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন আলহাজ মোঃ ওসমান গণি প্রামানিক (০১/১১/২০০০ থেকে ০১/০২/২০০৬) দ্বিতীয় মোঃ বাকী বিল্লাহ (০২/০২/২০০৬ থেকে ১৯/১১/২০০৮) প্যানেল মেয়র ও ভারপ্রাপ্ত মোঃ আব্দুর রহমান স্বর্ণকার (১৯/১১/২০০৮ থেকে ১০/০২/১১) তৃতীয় মোঃ আব্দুর রহমান প্রধান(১০/০২/২০১১ থেকে ০৭/০২/২০১৬) চতুর্থ গোলাম হাসনাইন রাসেল নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ০৭/০২/২০১৬ সালে মেয়র দায়িত্ব গ্রহণ করেছিলেন যার মেয়াদ শেষ হবে এবছরই। দায়িত্ব গ্রহণ করে চলমান ৫ বছরের প্রায় শেষ পর্যায়ে। বিগত ৫ বছরে পাবনা- ৩(চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ মকবুল হোসেনের সহযোগিতায় এই পৌরসভাকে খ শ্রেণি থেকে ক শ্রেণিতে উন্নীতকরণ,মাদক নির্মূল করা, পৌরসভা আলোকসজ্জিতকরণ করা, রাস্তা প্রশস্তকরণ করা, ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করা সহ ৯টি ওয়ার্ডে নানাবিধ উন্নয়ন কাজ করেছেন।

 

সেই উন্নয়নের সফলতা ও ব্যর্থতা নিয়ে তিনি তৃণমূলের সাধারণ জনতার সাথে মতবিনিময় করার লক্ষ্যে ৯ টি ওয়ার্ডে নিয়মিত সভা করে যাচ্ছেন। সেখানে সাধারণ জনগণ উন্মুক্তভাবে মতামত প্রদান করতে পারছেন। যা প্রধান অতিথির আসনে তিনি বসে মনোযোগ সহকরে শুনে তার উত্তর দিচ্ছেন। পৌরবাসী পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা এর আগে তৃণমূলের সাধারণ জনতার সাথে এমন ধরণের সাফল্য ও ব্যর্থতা শীর্ষক আলোচনা অনুষ্ঠান করতে দেখে নি।

ভাঙ্গুড়া পৌরসভার তৃণমূল নাগরিকদের নিয়ে মেয়র গোলাম হাসনাইন রাসেলের বিগত চলমান ৫ বছরের সাফল্য ও ব্যর্থতা শীর্ষক অনুষ্ঠানে আলোচনা অনুষ্ঠান নজিরবিহীন বলেন মন্তব্য করেছেন একাধিক সুশীল সমাজের প্রতিনিধি।

 

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।