নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ এবং মৃত্যু হচ্ছে অনেকের। ঘরবন্দি খেটে খাওয়া মানুষগুলো কাজ না করতে পেরে কর্মহীন হয়ে পড়েছেন। গরীব, দুস্থ ও প্রতিবন্দী অসহায় পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাবার সংকট দেখা দিয়েছে।
এমতাবস্থায় গজারিয়ার বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষে তার ছোট ভাই সাইফুল ইসলাম মন্টু ও শাখাওয়াত সরকার সেন্টু চেয়ারম্যান সাহেবের নিজস্ব তহবিল থেকে ৫০০ গরিব, দুস্থ ও প্রতিবন্দী অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার নগদ টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।